All Exam Preparation (job & admission test)

All Exam Preparation

01.  “রাজাধিরাজ রাজ্জাক” প্রামাণ্যচিত্রের নির্মাতা – শাইখ সিরাজ।

02.  উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার ২০১৮ – কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা).।

03.  বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট -জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারেন)।

04.  দেশে “Agent Banking” এর কার্যক্রম শুরু হয়– ২০১৩ সালে।

05. “বদ্বীপ – পরিকল্পনা ২১০০” প্রণয়ন করেছে– পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।

06. যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে– ২০১৯ সালের ১৯ শে মার্চ।

07.  “Daily Telegraph” পত্রিকাটি– যুক্তরাজ্যের।

08.  বাংলাদেশে “Agent Banking” চালু করে সর্বপ্রথম– Bank Asia.

09.  বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে – সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

10.  “Starry Sky-2” নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে – চীন।

11.  কমনওয়েলথের বর্তমান সদস্য – ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)

12.  মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- ‘দ্য ইংলিশ পেশেন্ট “

13.  আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতুন।

14.  বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত – রাজশাহীতে।

15.  পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক – ১৯ টি পণ্যে।

16.  বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে “সড়ক পরিবহন আইন ২০১৮” অনুযায়ী    সাজা – সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয় দন্ড।

17.  আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) গঠিত হয় যেখানে- রোজ গার্ডেন, টিকাটুলি, ঢাকা (২৩ জুন, ১৯৪৯)।

18.  ন্যাটোর বর্তমান সদস্য — ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)

19.  বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম– Summit, USA এর।

20.  BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল– ৪ বছর

All Exam Preparation

21.  মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম– বাগড্রয়েড (Bugdroid)।

22. সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়– ৫ নভেম্বর, ১৯৭২।

23.  “Mobile Banking” এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় ৯৯৪ কোটি টাকা।

24.  বাংলাদেশের মানুষের গড় আয়ু– ৭২.৮০ বছর।

25.  “Parker Solar Probe ” হচ্ছে – সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।

26.  নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ – ফ্রিডজফ ন্যানসেন।

27.  বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি – “Apple Incorporated “.

28.  “বদ্বীপ পরিকল্পনা” এর ইংরেজি নাম– Delta Plan.

29.  “বদ্বীপ পরিকল্পনা” প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে– নেদারল্যান্ডস।

30.  ঐতিহাসিক “রোজ গার্ডেন ” অবস্থিত – টিকাটুলি, ঢাকা।

31. দেশের মোট গ্যাসক্ষেত্র – ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)

32.  দেশের প্রথম নারী প্রোগ্রামার– শাহেদা মুস্তাফিজ।

33.  জাতীয় মুক্তিযোদ্ধা দিবস– ০১ ডিসেম্বর।

34.  বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।

35.  ” Agent Banking” এ শীর্ষে– Dutch-Bangla Bank Limited.

36.  “বদ্বীপ পরিকল্পনা” এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য– ০৩ টি (( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন))।

37.”বদ্বীপ পরিকল্পনা” এর মেয়াদ– ১০০ বছর।

38.  “বঙ্গবন্ধু ০১” এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়– ৪ সেপ্টেম্বর, ২০১৮।

39.  FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে– ৪র্থ।

40.  FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে– ৩য়।

সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক

গোয়েন্দা সংস্থা :

41.  মুখবরাত- মিশর

42.  সাভাক- ইসরায়েল

43.  র ( RAW) – ভারত

44.  মোসাদ- ইসরায়েল

45.  আইএসআই- পাকিস্তান

46.  ফেয়ারফ্যাক্স- যুক্তরাষ্ট্র

47.  স্কটল্যান্ড ইয়ার্ড- যুক্তরাজ্য

48.  আমান- ইসরায়েল

বিমানসংস্থার নাম:

49.  রাশিয়া – এরোফ্লট

50.  ইন্দোনেশিয়া – গারুদা

51.  ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইনস- যুক্তরাষ্ট্র

52.  জার্মানি – লুফথানসা

দিবস:

53.  বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১মে

54.  বিশ্ব নারী দিবস- ৮ মার্চ

55.  জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস- ২৯ মে

56.  বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল

57.  বিশ্ব আদিবাসী দিবস – ৯ আগস্ট

58.  বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই

নদী:

59.  ইউরোপের সবচেয়ে বড় নদী- ভলগা

60.  ব্ল্যাকফরেস্ট অবস্থিত – জার্মানি

61. পৃথিবীর বৃহত্তম নদী- আমাজন

62.  চীনের দুঃখ বলে পরিচিত- কুনলুন পর্বত

63.  পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?- জর্ডান

64.  এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং

65.  হোয়াংহো নদীর স্থপত্তিস্থল – কুনলুন পর্বত

66.  শাত-ইল-আরব হলো- ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস বদরী মিলিত প্রবাহ

67.  পশ্চিম তীর অবস্থিত – জর্ডান

জলপ্রপাত :

68.  বিশ্বের বৃহত্তম জলপ্রপাত – ভিক্টোরিয়া

69.  বিশ্বের উচ্চতম জলপ্রপাত – অ্যাঞ্জেলস

70.  নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত – আমেরিকা-কানাডা

ভৌগলিক উপনাম:

71.  হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড

72.  সমুদ্রের বধূ- ব্রিটেন

73.  বিশ্বের রাজধানী – নিউইয়র্ক

74.  সংস্কৃতির শহর- প্যারিস

75.  বিগ আপেল – নিউইয়র্ক

76.  পুষ্পমণ্ডিত বৃক্ষের শহর– হারারে

77.  সাত পাহাড়ের শহর– রোম

78.  শ্বেতহস্তীর দেশ – থাইল্যান্ড

79.  উত্তরের ভেনিস — স্টকহোম

80.  প্রাচ্যের ভেনিস- ব্যাংকক

81. সাত পাহাড়ের দেশ – রোম

82.  ম্যাপল পাতার দেশ – কানাডা

83.  নীরব খনির দেশ – বাংলাদেশ

84.  পৃথিবীর কসাইখানা – শিকাগো

85.  সোনালী তোরণের শহর– সানফ্রান্সিসকো

86.  ইউরোপের রণক্ষেত্র— বেলজিয়াম

87.  ভূ-স্বর্গ– কাশ্মীর

88.  হাজার দ্বীপের দেশ – ইন্দোনেশিয়া

Job Exam Preparation (all job exam)

ভাষা:

89.  চীন- মান্দারিন (সবচেয়ে বেশি লোক এ ভাষায় কথা বলে)

90.  আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো, স্পেন- স্পেনিশ

91.  অ্যান্ডোরা, স্পেন – ক্যাটালান

92.  ব্রাজিল, পর্তুগাল – পর্তুগিজ

93.  ভুটান- দোজাংখা

94.  জার্মানি, অস্ট্রিয়া– জার্মান

95.  আফগানিস্তান- পশতু

96. যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ঘানা, জিম্বাবুয়ে, উগান্ডা, নাইজেরিয়া- ইংরেজি

97.  ঘানা- আকান

98.  মালয়েশিয়া – মালয়

99.  কম্বোডিয়া – খেমার

100.  কেনিয়া, তানজানিয়া- সোয়াহিলি

101.  মালদ্বীপ – দিভেহী

102.  ফ্রান্স, সেনেগাল, বেলজিয়াম, কঙ্গো, মাদাগাস্কার – ফ্রেঞ্চ

103.  শ্রীলঙ্কা – সিংহলি

104.  ইসরায়েল – হিব্রু

miscellaneous:

105. কোন্ স্তন্যপায়ী প্রাণীর চারটি হাঁটু রয়েছে ?

Ans : হাতি ।

106. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চা কোন্ দেশে পাওয়া যায় ?

Ans : ভারত ।

107. প্রথম ভারতীয় মহাকাশচ নাম ?

Ans : রাকেশ শর্মা ।

108. বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য দেশের মোট সংখ্যা কত?

Ans : ১৯২ টি ।

109. সুপ্রিমকোর্টের বিচারককে কে নিয়োগ করেন ?

Ans : রাষ্ট্রপতি ।

110. আইজল কোন্ রাজ্যের রাজধানী ?

Ans : মিজোরাম ।

111. ২০০৭-০৮ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে কত টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ?

Ans : ৯৬,০০০ কোটি টাকা ।

112. কত বছরের জন্য রাজ্যসভার সদস্য নির্বাচিত হন ?

Ans : ৬ বছর ।

113. জাম্পবল শব্দটি কোন্ খেলার সঙ্গে যুক্ত ?

Ans : বাস্কেটবল ।

114. শেষের কবিতা কী জাতীয় সাহিত্য ?

Ans : উপন্যাস ।

115. প্রথম ভারতীয় বংশদ্ভূত মহিলা নভোচারী কে ?

Ans : সুনীতা উইলিয়ামস ।

University Admission Preparation

116. জাতির জনক মহাত্মা গান্ধী কোন্ সালে নিহত হয়েছিলেন ?

Ans : ১৯৪৮ সালে ।

117. ফুটবল গোলপোস্ট  চওড়ায় কত মিটার ?

Ans : ৭.৩২ ।

118. নাইট ওয়াচ ম্যান কথাটি কোন্ খেলার সঙ্গে যুক্ত?

Ans : ক্রিকেট ।

119. বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

Ans : টইগ্রিস ।

120. হাজাররিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

Ans : ঝাড়খন্ড ।

121. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি?

Ans : ক্লোরিন ।

122. দ্য নেমসেক ’ বইটির লেখক কে ?

Ans : ঝুম্পা লাহিড়ী ।

123. ২০০৭ সালে বাংলাদেশের মাটিতে ভারত বনাম বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজে শচীনের শতরান সংখ্যা কয়টি ?

Ans : ২ টি ।

124. মাছের হৃৎপিন্ডে প্রকোষ্ঠ আছে কয়টি ?

Ans : দুইটি ।

125. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে কত সালে নোবেল জয়ী হয়েছিলেন ?

Ans : ১৯১৩ সালে ।

126. কুচিপুড়ি কোন্ রাজ্যের লোকনৃত্য ?

Ans : অন্ধ্রপ্রদেশ ।

127. বিশ্ব স্বাস্থ্য দিবস কোন্ দিনটি ?

Ans : ৭ ই এপ্রিল ।

128. প্রথম ভারতীয় মহিলা হিসাবে ‘ মিস ইউনিভার্স সম্মান কে পান ?

Ans : সুস্মিতা সেন ।

129.‘সারো’ কোন্ দেশের পার্লামেন্টের ( সংসদ ) নাম?

Ans : আফগানিস্তান । 

You can see more general knowledge: Job Exam Preparation (General Knowledge)