ওয়াকফ্‌ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

ওয়াকফ্‌ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২ প্রকাশিত হয়েছে। শর্তসাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।একজন ব্যাক্তি একটির বেশি পদের জন্য আবেদন করতে পারবেন।

পদসমূহ ও বিস্তারিত তথ্যঃ

১/

পদের নামঃ সাটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর।

পদসংখ্যাঃ ০১ টি।

গ্রেডঃ ১৩।

বয়সঃ অনূর্ধ ৩০ তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের    সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

(সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।)

২/

পদের নামঃ কম্পিউটার অপারেটর।

পদসংখ্যাঃ ০১ টি।

গ্রেডঃ ১৩।

বয়সঃ ১৮-৩০ বছর।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

(সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।)

বাংলাদেশ ওয়াকফ্‌ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

৩/

পদের নামঃ সাটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।

পদসংখ্যাঃ ০১ টি।

গ্রেডঃ ১৪।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের    সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

(চট্টগ্রাম,বরিশাল ও সিলেট বিভাগ ব্যতীত অন্য সকল বিভাগ আবেদন করতে পারবে। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।)

৪/

পদের নামঃ হিসাব নিরীক্ষক।

পদসংখ্যাঃ ০৪ টি।

গ্রেডঃ ১৬।

যোগ্যতাঃ বানিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ।

(ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী জেলার প্রার্থী ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।)

৫/

পদের নামঃ ড্রাইবার।

পদসংখ্যাঃ ০১ টি।

গ্রেডঃ ১৬।

বয়সঃ ১৮-৩০ বছর।

যোগ্যতাঃ অস্টম/জেএসসি বা সমমানের পরীক্ষায় পাশ ও বৈধ লাইসেন্সসহ মোটর গাড়ী চালনায় ৫ বছরের অভিজ্ঞতা।

(ঢাকা ও রংপুর বিভাগের প্রার্থী ব্যতীত অন্য সকল বিভাগ আবেদন করতে পারবে। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।)

ওয়াকফ্‌ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

৬/

পদের নামঃ অফিস সহায়ক।

পদসংখ্যাঃ ০৮ টি।

গ্রেডঃ ২০।

বয়সঃ ১৮-৩০ বছর।

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ।

(ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের প্রার্থী ও ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলা এবং রংপুর বিভাগের গাইবান্ধা ব্যতীত অন্য সকল বিভাগ আবেদন করতে পারবে। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।)

৭/

পদের নামঃ পরিচ্ছন্নতা কর্মী।

পদসংখ্যাঃ ০১ টি।

গ্রেডঃ ২০।

বয়সঃ ১৮-৩০ বছর।

যোগ্যতাঃ অস্টম/জেএসসি বা সমমানের পরীক্ষায় পাশ।

(সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।)

আবেদন শুরুর তারিখঃ ১৩ই ফেব্রুয়ারী ২০২২ খ্রিস্টাব্দ।

চাকরির ধরনঃ সরকারি।

মোট পদ সংখ্যাঃ ১৭ টি।

অভিজ্ঞতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী।

বেতনঃ গ্রেড অনুযায়ী।

আবেদনের প্রক্রিয়াঃ দরখাস্তের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখঃ ০৮/০৩/২২ খ্রি

আবেদন ফিঃ ১১০/৫০

অফিসিয়াল ওয়েবসাইটঃ www.waqf.gov.bd

আবেদন ফরমঃ www.waqf.gov.bd

আরও সব নতুন চাকরির খবর পেতে ভিজিট করুন www.jobexamresultbd.com

বাংলাদেশ ওয়াকফ্‌ প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যাবলী

১৯৬২ সালের ওয়াকফ্‌ অধ্যাদেশ মোতাবেক বাংলাদেশ ওয়াকফ্‌ প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যাবলী পরিচালনা করে আসছে।

ওয়াক্ফ প্রশসানের নিয়মিত কার্যক্রম

  • ওয়াক্ফ সম্পত্তি তালিকাভুক্তকরণ।
  • সম্পত্তির প্রকৃতি ও পরিমাণ নির্ধারণ, হিসাব, রিটার্ন ও তথ্য সংগ্রহ;
  • ওয়াক্ফের উদ্দেশ্য ও কল্যাণকর কার্যাদিতে সম্পত্তি ও এর আয়ের ব্যবহার নিশ্চিতকরণ;
  • ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে নির্দেশনা প্রদান;
  • দলিলে মুতাওয়াল্লীর পারিশ্রমিকের উল্লেখ না থাকলে পারিশ্রমিক নির্ধারণ;
  • ওয়াক্ফ সম্পত্তি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণে প্রাপ্ত অর্থ বিনিয়োগের জন্য নির্দেশ প্রদান;
  • মোতাওয়ালস্নীর বেআইনী কার্যকলাপের জন্য তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ;
  • ওয়াক্ফ সম্পত্তি হতে অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদ করা;
  • কোন সম্পত্তি ওয়াক্ফ কিনা এ সম্পর্কে সিদ্ধান্ত প্রদান;
  • বিচারাধীন মামলা মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা, পরিচালনা ও তদারকি করা, এবং ওয়াক্ফের যথাযথ নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ।

see more: পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি